স্বাগতম
আড্ডা ধানসিড়ি, বরিশাল কর্তৃক আয়োজিত বরিশাল বিষয়ক উন্মুক্ত বিশ্বকোষ বরিশালপিডিয়ায় আপনাকে স্বাগত। সম্পূর্ণ প্রাতিষ্ঠানিকতামুক্ত আমরা আত্মপ্রণোদিত কতিপয়
আড্ডারু আমাদের ৩৩তম আড্ডায় ২২ জানুয়ারি ২০১৬ তারিখে সিদ্ধান্ত গ্রহণ করি যে, বরিশালের সম্ভব সকল বিষয় অন্তর্ভুক্ত করে আমরা একটি অনলাইন এনসাইক্লোপিডিয়া
উন্মুক্ত করবো। উক্ত সিদ্ধান্তের ফসল আমাদের এই ওয়েবসাইট। এ ওয়েবসাইটে বরিশালপিডিয়ার সাথে থাকছে আরো দুটো পেইজ- ‘অবাক ও সবাক চিত্রে বরিশাল’ ও ‘আড্ডা ধানসিড়ির
টুকিটাকি’। তুলে ধরছি এই তিনটি পেইজের সংক্ষিপ্ত পরিচিতি।
বরিশালপিডিয়া: বরিশাল বিষয়ে বাংলায় [অভ্র বা বিজয় ইউনিকোডে] লিখিত এটি একটি উন্মুক্ত বিশ্বকোষ। আড্ডা ধানসিড়ির আড্ডারুদের দ্বারা এটি সম্পাদিত হবে, তবে
উইকিপিডিয়ার মতোই এটি লিখিত হবে বরিশাল বিষয়ে আগ্রহী এপার ও ওপার বাংলার শত শত মানুষের স্বেচ্ছাপ্রণোদিত সেবায়। এটি ব্যবহারের বিষয়ে এবং এখানে লেখার বিষয়ে কতিপয়
নিয়ম ও শর্ত প্রযোজ্য থাকবে।
নিয়ম ও শর্তাবলি
১. প্রাচীন বাকলা-চন্দ্রদ্বীপ এবং বর্তমান বরিশাল বিভাগ বলতে যে ভূখন্ড বোঝায় সেই ভূখন্ডের সাথে সম্পর্কিত নয় এমন কোনো নিবন্ধ এখানে লিখিত হবে না।
২. এখানে কোনো নিবন্ধে এমন কিছু লিখিত হবে না যা কোনো বিশেষ ধর্ম, বর্ণ, জাতি, সম্প্রদায় বা লিঙ্গের প্রতি বিদ্রূপাত্মক বা সমালোচনামূলক।
৩. কোনো জীবিত ব্যক্তির ওপরে এখানে কোনো নিবন্ধ লিখিত হবে না।
৪. কোনো ধর্ম, দর্শন, রাজনৈতিক বিশ্বাস ইত্যাদি দ্বারা তাড়িত হয়ে কোনো বিশেষ নিবন্ধ গ্রহণ কিংবা কোনো বিশেষ নিবন্ধ বর্জন করা হবে না।
৫. ব্যক্তির ওপর লিখিত নিবন্ধসমূহে নঞর্থক বিষয়াদি পরিহার করে শুধু সদর্থক বিষয়াদির উল্লেখ বাঞ্ছনীয়।
৬. ব্যবহারকারী কর্তৃক নতুন নিবন্ধ সৃষ্টি কিংবা পুরনো নিবন্ধের সম্পাদনার ক্ষেত্রে লেখকের ফোন ও ইমেইল ঠিকানাসহ পরিচয় এবং নিবন্ধের তথ্যসূত্র উল্লেখপূর্বক
নিবন্ধটি বা সম্পাদিত অংশটি অত্র ওয়েবসাইটের নির্দিষ্ট ফরমাটে জমা প্রদান করতে হবে।
৭. জমাপ্রদত্ত নিবন্ধ প্রকাশিত হলে নিবন্ধের শেষে সংশ্লিষ্ট লেখকের নাম-পরিচয় উল্লেখ করা হবে।
৮. জমাপ্রদত্ত নিবন্ধ প্রয়োজনমাফিক সম্পাদনার কিংবা প্রকাশ করা-না-করার অধিকার আড্ডা ধানসিড়ির আড্ডারুদের সংরক্ষিত থাকবে।
৯. ব্যবহারকারীগণ অত্র এনসাইক্লোপিডিয়ার যে কোনো তথ্য যথাযথ রেফারেন্সসহ যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন।
১০. অত্র এনসাইক্লোপিডিয়ার তথ্যসমূহের যথাযথতা বিষয়ে শুধু সংশ্লিষ্ট লেখক ও তথ্যসূত্রে উল্লিখিত উৎস দায়ী থাকবে।
অবাক ও সবাক চিত্রে বরিশাল: এটি স্থিরচিত্রে ও ভিডিওচিত্রে সংরক্ষণযোগ্য বৃহত্তর বরিশালের জীবন ও সংস্কৃতির একটি আর্কাইভ হিসেবে বিবেচিত হবে। এ আর্কাইভে থাকবে
বিশেষ করে বিলুপ্তির দিকে অগ্রসরমান বরিশালের প্রাণিজগৎ ও উদ্ভিদজগতের আলোকচিত্র। বরিশালের ভাষার নিজস্ব শব্দে ও সংস্কৃতিতে সে-সকল প্রাণি ও উদ্ভিদের কোনো বিশেষ
নাম ও পরিচয় থাকলে তা-ও উক্ত আলোকচিত্রের সাথে উল্লেখ থাকবে। ভিডিওচিত্রে থাকবে বরিশালের পেশাগত ও সাংস্কৃতিক ঐতিহ্যের কর্মকান্ডের পূর্ণদৈর্ঘ্য ডকুমেন্টারি।
স্থিরচিত্র ও ভিডিওচিত্রগুলো শিরোনাম অনুযায়ী ইংরেজি বর্ণানুক্রমে বিন্যস্ত থাকবে। সংগ্রহকারীর ফোন ও ইমেইল ঠিকানাসহ পরিচয় উল্লেখপূর্বক যে কোনো আগ্রহী ব্যক্তি
অত্র ওয়েবসাইটের নির্দিষ্ট ফরমাটে বরিশালের এতদসংক্রান্ত কোনো স্থিরচিত্র বা ভিডিওচিত্র এ ওয়েবসাইটে প্রকাশের ও সংরক্ষণের জন্য জমা প্রদান করতে পারবেন। এভাবে
প্রাপ্ত ও প্রকাশিত সকল স্থিরচিত্র বা ভিডিওচিত্রে সংগ্রহকারীর তথা দাতার নাম-পরিচয় কৃতজ্ঞতার সাথে উল্লিখিত থাকবে।
আড্ডা ধানসিড়ির টুকিটাকি: ‘আড্ডা ধানসিড়ি’ বরিশালের সাহিত্যামোদীদের একটি আড্ডার নাম। এর কোনো সাংগঠনিক পরিষদ নেই, কোনো লিখিত গঠনতন্ত্র নেই এবং কোনো দাপ্তরিক
ঠিকানা নেই; কারণ আমরা মনে করি শিল্পবোধ ও সাহিত্যপ্রেমের ক্ষেত্রে এগুলো কোনো আবশ্যিক প্রসঙ্গই নয়। আমাদের কর্মকান্ডের আবশ্যিক শর্ত হলো শিল্পবোধ এবং আমাদের
কর্মকান্ডের কেন্দ্র হলো বরিশাল ও বরিশালের ঐতিহ্য। এই শর্ত মেনে এবং এই কেন্দ্রকে ঘিরে এ যাবৎ আমাদের তিনটি আয়োজন চলমান: মাসের প্রতি দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার
আড্ডায় বসা, ভিন্ন ভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য ঘিরে তিনটি লিটলম্যাগ প্রকাশনা ও অনলাইন বরিশালপিডিয়া সম্পাদনা। অনলাইন বরিশালপিডিয়ার এই পেইজে আমাদের এই তিন আয়োজনের
খবরাদি থাকবে, আমাদের আড্ডা ও অনুষ্ঠানাদির স্থির ও ভিডিওচিত্র থাকবে এবং আমাদের লিটলম্যাগসমূহের পিডিএফ আর্কাইভ থাকবে।
আমাদের এই তিনটি পেইজে আপনাদেরকে আবারও স্বাগতম ও শুভেচ্ছা নিরন্তর।
বাংলা লেখা দেখা না গেলে